Change privacy settings

চাঁদাবাজির প্রতিবাদ করায় চট্টগ্রামে ব্যবসায়ীকে খুন

 

নিহত মুসলিম উদ্দিন
চট্টগ্রাম নগরীর বন্দর থানায় এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. মুসলিম উদ্দিন (৪৮) নামের ব্যবসায়ীকে খুনের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরীর বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মিস্ত্রিপাড়া এলাকার একটি দোকান থেকে জোরপূর্বক চাঁদা তুলছিল এক ব্যক্তি। এসময় একই এলাকার স্ক্র্যাপ লোহার দোকান মালিক মুসলিম উদ্দিন এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মুসলিমের পেটে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মুসলিম উদ্দিনের দোকানটি নিয়ে কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে বলে তারা জানতে পেরেছে।

এ ঘটনায় নিহতের পরিবার মামলার করবে জানিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url