Change privacy settings

দিনাজপুরে খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

 

দিনাজপুরের ফুলবাড়ীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে একটি হনুমান। উপজেলা শহরের বাসাবাড়ি, দোকানপাট থেকে খাবার তুলে খাচ্ছে হনুমানটি।

রোববার (১৫ সেপ্টেম্বর) শহরের নিমতলাসহ বিভিন্ন এলাকায় হনুমানটিকে অবস্থান করতে দেখা যায়।

স্থানীয়রা বলছেন, খাবারের খোঁজে দলছুট হয়ে লোকালয়ে এসেছে এ হনুমান। কয়েকদিন ধরে ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় হনুমানটি ঘোরাফেরা করছে।

বিষয়টি জেনেও উদ্ধার করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সরেজমিনে দেখা যায়, উৎসুক জনতা হনুমানটিকে আপেল, কলা, পাউরুটিসহ বিভিন্ন রকমের খাবার খেতে দিচ্ছে।

এ বিষয়ে কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ে একমাত্র কলার দোকানি শিল্পী রানী বলেন, ‘দোকানে থরে থরে সাজিয়ে রাখা চিনি চম্পা, সাগর, মালভোকের মতো বিভিন্ন জাতের কলা খাচ্ছে হনুমানটি। দুপুর আড়াইটার দিকে নিজে থেকেই চলে আসে সে। পরে সেখান থেকে তিনটি কলা খেয়ে পাশের প্রাথমিক বিদ্যালয়ের গেটের ওয়ালে গিয়ে উঠে বসে।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হনুমানটি খাবারের সন্ধানে হয়তো লোকালয়ে প্রবেশ করেছে। এর আগেও আমাদের এখানে একই রকম হনুমান দেখা গিয়েছিল।’


@আরটিভি/এমকে/এআর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url