Change privacy settings

ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন এবং সাইফুল মাহমুদ। এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।

সোমবার  দুপুরে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর প্রেস ব্রিফিং এ জানান, অভিযানে আটককৃত ৭ জনই চিহ্নিত সন্ত্রাসী। ভোলা জেলার প্রায় জায়গা থেকে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে একাধিক ভুক্তভোগীরা মৌখিক অভিযোগ করেছেন। যদিও প্রাণশঙ্কায় কোনো ভুক্তভোগীই তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপে যায়নি। সর্বশেষ যৌথবাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার রাতে বিপুল পরিমাণ দেশীয়- রামদা,বগিদা, কুড়াল, চাপাতি, শাবল এবং ছুরিসহ বাহারি রকমের দেশীয় প্রাণঘাতী অস্ত্র সহ তাদের আটক করা হয়। সোমবার আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url