জনগনের হাতে আটক হবিগঞ্জের ১০ বছরের অভিজ্ঞ পকেটমার
হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে পকেট মেরে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক কুখ্যাত মোবাইল চোর। আজ সকাল ১১টা ৩০ মিনিটে জনি মিয়া (৩০) নামে একজন ব্যক্তি চুরির সময় ধরা পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, জনি মিয়া প্রায় ১০ বছর ধরে চুরি ও পকেটমারি করে আসছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ। এমনকি কয়েকবার তাকে ধরে গণপিটুনি দেওয়া হলেও সে চুরি ছাড়েনি। অনেক অনেক ধরনের অভিযোগ কারো ফোন, কারো মায়ের স্বর্ন কারো পকেটের টাকা সে চুরি করেছে। এজন্য এবারের ঘটনায় এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে। ঘটনাস্থলেই তার মাথা ন্যাড়া করে দেন ক্ষুব্ধ জনতা।
পরবর্তীতে, এলাকার মেম্বার সেখানে উপস্থিত হন। এবং সকলের অভিযোগ শুনে মেম্বার তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সকলের চুড়ি হওয়া জিনিস তাকে ফেরত দিতে বলেন এবং সে অন্য এলাকার হওয়ায় তার দাদি শাশুড়িকে ডেকে আনা হয় এবং তার উপস্থিতিতেই পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, জনি মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।