হবিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশ এর উদ্যেগে হবিগঞ্জ জেলা অডিটোরিয়াম হলে এক বিশাল কনফারেন্স
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলা অডিটোরিয়াম হলে আজ ১৭-১০-২০২৪ইং বিকাল ৩ টার সময় হবিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলাম এর উদ্যেগে এক বিশাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখারা সভাপতি হাফেজ মাওলানা মাশরুরুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এবং প্রধান অথিতি হিসেবে আসেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব। আরোও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাও: এমদাদুল্লাহ মাও: আব্দুল জলিল, বাহা উদ্দিন কিবরিয়া, মাও: ফরিদ উদ্দিন সাহেব সহ সকল উপজেলার নেতৃবৃন্দ ও কর্মীগন।
উক্ত কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহা সচিব শায়খুল হাদীস আল্লামা মঞ্জুরুল হক বলেন : কৃতজ্ঞতা সকল ছাদদের যারা ফ্যাসিস্টের হাত থেকে দেশ টা রক্ষা করেছেন। আমরা এমন পরনীতি চাই না যা তে অন্য দেশের মঙ্গল হবে আমাদের ক্ষতি হবে।
আমাদের দেশ স্বাধীন দেশ আমরা স্বাধীনতা নিয়ে বাচতে চাই। এবং সিনিয়র সহ সভাপতি বলেন বাংলাদেশে যারা নিজের মুসলিম দাবী করেন তাদের কৃতিত্ব আমাদের। আমাদের কথা কোনো আলেম বলে না যে হিন্দ কি। এবং সকলের মঙ্গল কামনা ও দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এতে জনমতে একটা আস্থা তৈরী হয় জমিয়তে উলামায়ে ইসলাম এর উপর। এবং শেষ বক্তব্য ও দোয়া করে কনফারেন্স সমাপ্ত ঘোষণা করেন হবিগঞ্জ জেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাসরুরুল হক।