ভারতে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে বরিশাল হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মুহাম্মাদ জাকারিয়া, পটুয়াখালী প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা.)- এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে হেফাজতে ইসলাম বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং বরিশাল মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ বরিশাল টাউন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা শাখার সম্মানিত উপদেষ্টা শাইখুল হাদিস মাওলানা মুজ্জাম্মেল হোসাইন খান বলেন বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।
বরিশাল হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম বলেন মহান আল্লাহ, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রনয়ণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাই।
বরিশাল হেফাজত ইসলামের উপদেষ্টা মাওলানা তৈয়ব তার বক্তব্যে বলেন, আমাদের দাবি হলো বিগত সরকারের আমলে হেফাজতসহ ছাত্র জনতার ওপর যেই নির্মম হত্যাকান্ড চালানো হয়েছে তার বিচার করতে হবে। এছাড়া জাতীয় পাঠ্যপুস্তক সম্পাদনা কমিটিতে আলেম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল কাদের কাসেমী ভাইস প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা, মাওলানা মুফতি সানাউল্লাহ মুফতি মনিরুল ইসলাম বটতলা মাদ্রাসা, মাওলানা মুফতি মুহাম্মাদ জাকারিয়া মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা বরিশাল,মাওলানা মুফতি শরিফুল ইসলাম, মাওলানা মুফতি মামুনুর রশিদ।