Change privacy settings

শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নই: রশিদুজ্জামান মিল্লাত


 বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নই, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগসহ তাদের সব অঙ্গ-সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার বিকেলে তুরাগের প্রিয়াঙ্কা সিটিতে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বাহিনী এখনও আমাদের চারপাশে ঘুরঘুর করছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হওয়া স্বৈরশাসনের সমাপ্তি হয়েছে ২৪-এ হাজার হাজার ছাত্র-জনতাকে খুনের মাধ্যমে। এই আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। 

সভায় ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে গণঅভ্যুত্থানে নিহত ১৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুম্মনের  সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস ও সাবেক ঢাকা মহানগর উত্তরের যুবদল সভাপতি এস এম জাহাঙ্গীর। 

এছাড়াও উত্তরা বিভিন্ন থানার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহিদ মীর মুগ্ধর বাড়িতে তার পরিবারের সাথে দেখা করেন বিএনপির নেতারা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url